কুস্তিগীর গীতা ফোগটের বিয়ের অনুষ্ঠানে আমির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Nov 2016 11:20 PM (IST)
1
2
3
4
5
6
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দঙ্গল-এর অন্যান্য অভিনেতা, অভিনেত্রীরাও।
7
ফোগটের জীবনী নিয়ে অভিনয় করায় এই পরিবারের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা তৈরি হয়েছে আমিরের।
8
সোনাজয়ী কুস্তিগীর গীতা ফোগটের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত বলিউড অভিনেতা আমির খান।
9
উল্লেখ্য, গীতার বাবা কুস্তিগীর মহাবীর সিংহ ফোগটের জীবনী অবলম্বনে তৈরি বায়োপিক 'দঙ্গল'-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন আমির। ফোগটের দুই মেয়ে গীতা এবং ববিতার চরিত্রে অভিনয় করেছেন ফতিমা সানা শেখ এবং সান্য মালহোত্র।
10
পাত্র কুস্তিগীর পবন কুমার। হরিয়ানার বালালির হরিয়ানভি গ্রামে গীতার বিয়ের অনুষ্ঠানের আয়োজন হয়েছিল।