ইতালিতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন আমির খান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Jul 2017 01:20 PM (IST)
1
যদিও তাঁর সঙ্গে আমিরের বর্তমান ‘সম্পর্ক’ নিয়ে নানা কথা শোনা যাচ্ছে।
2
আগামী বছর দীপাবলীতে মুক্তি পাবে ছবিটি। নায়িকার ভূমিকায় থাকছেন ফতিমা সানা শেখ, আমিরের দঙ্গল কন্যা।
3
4
নাকে নথ, বড় চুলের আমির সযত্নে তাঁর নয়া লুক তৈরি করেছেন ঠগস অফ হিন্দুস্তানের জন্য।
5
মাল্টায় চলছে ছবির শ্যুটিং। মাঝখানে ছুটি নিয়ে সপরিবারে ইতালিতে এসেছেন আমির।
6
স্ত্রী কিরণ রাও ও ছেলে আজাদের সঙ্গে ইতালিতে দেখা গেল আমির খানকে। ঠগস অফ হিন্দুস্তানে আমিরের লুকের কিছুটা পরিচয় পাবেন এই ছবি থেকে।