লাল ও কালো রঙের পোশাকে স্টাইলিশ আমির খানের মেয়ে ইরা খান
ইরা আমির খান ও রীনা দত্তর মেয়ে। (ছবি-মানব মঙ্গলানি)
ইরা সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। মাঝেমধ্যেই বিভিন্ন ছবি পোস্ট করেন। (ছবি-মানব মঙ্গলানি)
ইউজারের ওই প্রশ্নের উত্তরে ইরা কিছু বলেননি। কিন্তু সঙ্গীতকার মিশাল কৃপলানীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন। আর এই পোস্ট তিনি মিশালকে ট্যাগও করেন। (ছবি-ইনস্টাগ্রাম)
সম্প্রতি পিতৃদিবসে ইরা আমির খানকে শুভেচ্ছা জানান। বলেন, প্রয়োজনের সব সময়ই বাবাকে পাশে পেয়েছেন তিনি। (ছবি-মানব মঙ্গলানি)
ইনস্টাগ্রামে অনুরাগীদের প্রশ্নের জবাব দেবেন বলে জানিয়েছিলেন তিনি। ওই সময় এক ইউজার জিজ্ঞাসা করেছিলেন যে, কারুর সঙ্গে কি তিনি ডেট করছেন। (ছবি-মানব মঙ্গলানি)
২২ বছরের ইরা সম্প্রতি তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। (ছবি-মানব মঙ্গলানি)
ছবিতে ইরা খানের হাতে কালো রঙের একটা জ্যাকেট দেখা গিয়েছে। এছাড়াও ছিল ছোট একটা ব্যাগও। ওই ব্যাগের রঙও কালো।আসলে ইরা জ্যাকেট খুপ পছন্দ করেন। বেশ কয়েকবার তাঁকে জ্যাকেট পরতে দেখা গিয়েছে। (ছবি-মানব মঙ্গলানি)
তাঁর পরনে ছিল লাল রঙের টপ ও কালো রঙের স্কার্ট। (ছবি-মানব মঙ্গলানি)
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের মেয়ে ইরা খানকে গতকাল শুক্রবার রাতে মুম্বইতে দেখা গেল। ওই সময় আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ল তাঁর ছবি। (ছবি-মানব মঙ্গলানি)