১০০ কোটির ক্লাবে প্রবেশ করা আমির খান অভিনীত পাঁচটি ছবি
২০১৪ সালে আমির খানের সুপারহিট ছবি ‘পিকে’ ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে। এই ছবিতে আমির খান ভিনগ্রহ থেকে আসা প্রাণীর চরিত্রে অভিনয় করেন। ছবিতে অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই তালিকায় প্রথম নাম আসবে ‘গজনী’ ছবির। ২০০৮ সালে মুক্তি পাওয়া এই ছবি আমিরের বিপরীতে আসিনকে দেখা গিয়েছিল। ছবিটি সুপারহিট ছিল।
‘ধুম থ্রি’-তে আমিরের সঙ্গে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন, ক্যাটরিনা কঈফ এবং উদয় চোপড়াকে। এই ছবিতে আমিরকে দ্বৈত ভূমিকায় দেখা যায়।
চারদিন হয়েছে আমির অভিনীত ‘দঙ্গল’ মুক্তি পেয়েছে। প্রথম তিনদিনেই ছবিটি ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। শুধুমাত্র রবিবারই ছবিটি ৪২.৩৫ কোটি টাকা কামিয়েছে।
আমির খান যাই করেন, সেরাটা উজাড় করে দেন। নিজের প্রত্যেক ছবিতে পারফেকশন দেখানো ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর মুক্তি পাওয়া সাম্প্রতিকতম ছবি ‘দঙ্গল’ দর্শকদের মন জয় করেছে। এই ফাঁকেই এক ঝলকে দেখে নেওয়া যাক আমির-অভিনীত সেইসব ছবি, যেগুলি বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ ব্লকবাস্টার ছবি ছিল। আমিরের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছিলেন করীনা কপূর, শরমন জোশী, আর মাধবন এবং বোমান ইরানি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -