কীভাবে তাঁকে সাহায্য করেন ঐশ্বর্যা- অভিষেক ফাঁস করলেন সেই সিক্রেট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Sep 2018 10:36 AM (IST)
1
অভিষেক ছাড়া ছবিতে আছেন তাপসী পান্নু ও ভিকি কৌশল।
2
অনুরাগ কাশ্যপের ছবি মনমর্জিয়া দিয়ে ফের বড় পর্দায় আসছেন অভিষেক।
3
এছাড়া হৃতিক রোশন ও অনুপম খেরও বহুমূল্য পরামর্শ দেন তাঁকে।
4
ঢাই অক্ষর প্রেম কে ছবির শ্যুটিংয়ের সময় অ্যাশ তাঁকে বলেন নিজের নাক ও দাঁতের দিকে নজর দিতে।
5
অভিষেক বচ্চন ইনস্টাগ্রামে জানিয়েছেন, তাঁকে অভিনয় সংক্রান্ত টিপস দেন স্ত্রী ঐশ্বর্যা রাই বচ্চন।