কানে রেড কার্পেটে ঐশ্বর্য, 'আপ্লুত' অভিষেক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 May 2016 07:42 PM (IST)
1
2
3
4
5
6
7
শুরু হয়েছে ৬৯ তম কান চলচ্চিত্র উতসব। কার্পেট অবধি বিছানো শ্যাম্পেন রঙা গাউনে রেড কার্পেট মাতালেন ঐশ্বর্য রাই বচ্চন। প্রসাধন প্রস্তুতকারী সংস্থা লরিয়্যাল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঐশ্বর্য। সেই সংস্থার হয়েই প্রতিনিধিত্ব করেছেন তিনি।
8
9
10
11
রেড কার্পেটে স্ত্রীর সাফল্যে আপ্লুত অভিষেক বচ্চন। টুইটারে ঐশ্বর্যর ছবিও শেয়ার করে তিনি লিখেছেন, একটা ছবি তো হাজার শব্দের বেশি কথা বলে। আমার তো এর থেকেও বেশি কিছু মনে হচ্ছে।
12
13
14