জেনে নিন- ভুলক্রমে ফটো, ভিডিও ডিলিট হয়ে গেলে কীভাবে সহজে হবে রিকভার!
এই সহজ ধাপগুলি অনুসরণ করে খুব সহজেই ফটো, ভিডিও, গান, মেল ও অন্যান্য ডকুমেন্ট রিকভার করা যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সফটওয়্যার কম্পিউটারে ডাউনলোড করুন। এরপর মেমোরি কার্ড কার্ড রিডারের মাধ্যমে কানেক্ট করুন। কম্পিউটারের সঙ্গে মেমোরি কার্ড কানেক্ট করার পর recuva-তে দেওয়া সহজ ধাপগুলি অনুসরন করুন।
আজকাল recuva নামে একটি সফটওয়্যার খুব জনপ্রিয়তা পেয়েছে। মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও, গান, মেল ও অন্যান্য ডকুমেন্ট রিকভার করতে এই সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে।
মোবাইল থেকে ছবি বা ভিডিও ডিটিল হয়ে গেল তা রিকভার করতে চাইলে প্রথমে মোবাইল ফোনটি বন্ধ করে মেমোরি কার্ডটি খুলে নিন। কিন্তু মনে রাখতে হবে রিকভারির আগে ওই মেমোরি কার্ড অন্য কোথাও ব্যবহার করা যাবে না।
আজকাল মোবাইল ফোন ছাড়া কল্পনাও করা যায় না। প্রায়ই আমরা আমাদের সুন্দর মুহূর্ত স্মৃতি মোবাইলের ক্যামেরায় বন্দী করে রাখি। কিন্তু অনেক সময় ভুলক্রমে মোবাইল ফোন ও মেমোরি কার্ড থেকে ওই সব ছবি বা ভিডিও ডিটিল হয়ে যায়। একবার ডিলিট হয়ে গেলে তা ফিরে পাওয়া অসম্ভব। কিন্তু এ নিয়ে আর চিন্তিত হওয়ার কারণ নেই। কেননা, ইন্টারনেটে এমন কিছু সফটওয়্যার রয়েছে তা মোবাইলে মেমোরিকে সহজেই রিকভার করতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -