দেখুন এ বছর বিশ্বের সবচেয়ে সুপুরুষ হৃত্বিক রোশনকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jan 2018 08:14 PM (IST)
1
নতুন বছরটা হৃত্বিকের জন্য দারুণভাবে শুরু হল
2
হৃত্বিককে বলিউডের গ্রিক গডও বলা হয়। তাঁর লুকের জন্যে সবসময়ই চর্চায় থেকেছেন হৃত্বিক
3
অতীতে হৃত্বিক সেক্সিস্ট এশিয়ান ম্যান, হটেস্ট ম্যান অন প্ল্যানেট সহ একাধিক শিরোপা জিতেছেন। এবার তাঁর মুকুটে জুড়ল আরও একটি পালক
4
হৃত্বিক ছাড়াও তালিকায় রয়েছেন আরও এক বলিউড অভিনেতা সলমন খান। তিনি পঞ্চম স্থানে
5
এই তালিকায় যে সমস্ত তারকারা দশ জনের মধ্যে স্থান পেয়েছেন, তাঁদের বিচার করা হয়েছে লুক, বক্স অফিস কালেকশন, সারা দুনিয়ায় তাঁর ভক্ত সংখ্যা এবং সেই তারকার হাতে থাকা বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট বিচার করে। সেখানেই বাজিমাত করেছেন হৃত্বিক
6
হৃত্বিক পিছনে ফেলে দিয়েছেন রবার্ট প্যাটিসন, ক্রিস ইভানের মতো তারকাদের
7
এ বছর বিশ্বের সবচেয়ে হ্যান্ডসম তারকার শিরোপাটি ছিনিয়ে নিলেন বলিউড তারকা হৃত্বিক রোশন