বয়স ৬৮, দক্ষিণী হিরোদের মধ্যে এখনও এক নম্বরে রজনীকান্ত
যে পত্রিকা এই সমীক্ষা চালিয়েছে, তাদের সহ সম্পাদক অশ্বিন কৌলের কথায়, প্রভাস ও মহেশ বাবু দুজনেরই বিরাট ভক্তসংখ্যা। কিন্তু থালাইভা রজনীকান্ত ও সুপারস্টার মোহনলালের জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ করা আজও অন্যদের পক্ষে কঠিন। তবে এলিট হোন বা সাধারণ দর্শক- দুয়ের মধ্যেই পৃথ্বীরাজ অত্যন্ত জনপ্রিয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমোহনলালের বয়স ৫৯। তিনি রয়েছেন পাঁচে।
মহেশ বাবু ৪ নম্বরে।
‘বাহুবলী’ প্রভাসের পরিচয় দেওয়া নিষ্প্রয়োজন। বলিউডেও তাঁর জনপ্রিয়তা সেরাদের পাল্লা দেয়। দক্ষিণে তিনি নাম্বার ৩।
মালয়ালম ইন্ডাস্ট্রিতে সেরা অভিনেতা হলেন পৃথ্বীরাজ সুকুমারন। এক মার্কিনী সংস্থার সমীক্ষা অনুযায়ী দক্ষিণী নায়কদের মধ্যে জনপ্রিয়তায় তিনি আছেন ২ নম্বরে।
২০১৮-২০১৯-এ তাঁর ৩টি ছবি মুক্তি পেয়েছে। কালা, ২.০ ও পেটা। ছবিগুলির জনপ্রিয়তাতেই পরিষ্কার, কেন তাঁর অর্ধেক বয়সী দক্ষিণী নায়করা তাঁর ধারেকাছে পৌঁছতে পারেননি।
যতদিন যাচ্ছে, ততই ভিন্টেজ হচ্ছেন রজনীকান্ত। এই ৬৮-তেও তাঁর জনপ্রিয়তা উর্ধ্বগামী। শুধু দক্ষিণেই নয়, গোটা দেশেই সম্ভবত তাঁর মত জনপ্রিয় অভিনেতা নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -