ধড়ক-এর শ্যুটিং শেষ, শপিং করতে বার হলেন জাহ্নবী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Apr 2018 07:53 AM (IST)
1
2
শোনা যাচ্ছে, খুব শিগগিরই লন্ডনে গিয়ে অর্জুনের সঙ্গে ছুটি কাটাবেন তাঁরা।
3
বাদ যাননি তাঁদের দুই সৎ দাদা দিদি অর্জুন কপূর ও অংশুলা।
4
মায়ের অকাল মৃত্যুর পর শোকে ভেঙে পড়েছিলেন জাহ্নবী ও তাঁর ছোট বোন খুশি। তাঁদের পাশে এসে দাঁড়ায় গোটা কপূর পরিবার।
5
ফ্যানদের সঙ্গে সেলফিও তোলেন তিনি।
6
প্রথম ছবি ধড়ক-এর শ্যুটিং শেষ। জাহ্নবীকে বেশ খুশি খুশি দেখাচ্ছিল।
7
মুম্বইয়ের বান্দ্রার এক শপিং মলে দেখা গেল প্রয়াত শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কপূরকে।