এলাহাবাদের সঙ্গমে প্রয়াত পিতার অস্থি বিসর্জন রানির
কয়েকজন পুলিশ কর্মী ভিডিওতে রেকর্ডিং করছিলেন। কিন্তু তাঁরা সেই রেকর্ডিং ডিলিট করে দেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাম মুখোপাধ্যায় নিজেও চলচ্চিত্র পরিচালক ছিলেন। তাঁর হাত ধরেই সিনে দুনিয়ায় এসেছিলেন রানি। এলাহাবাদের সঙ্গমে পৌঁছে বাবার মৃত্যুতে শোকাহত রানি ও তাঁর পরিবারের অন্য সদস্যরা সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি।
গতকাল ভোর চারটেয় মুম্বইয়ের একটি হাসপাতালে রাম মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৪। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
বোট ক্লাব ঘাট থেকে সঙ্গম পর্যন্ত কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। পুরো বিষয়টিই গোপন রাখা হয়েছিল। এলাহাবাদের সঙ্গমে অস্থি বিসর্জনের পর তাঁরা অন্য স্থানে অস্থি বিসর্জনের জন্য রওনা দেন।
চাটার্ড বিমানে এদিন এলাবাবাদে আসেন রানিরা। সেখান থেকে গাড়িতে করে বোট ক্লাবে পৌঁছান। সেখান থেকে এলাদাবাদ ডেভেলাপমেন্ট অথরিটির স্টিমারে চেপে সঙ্গমে পৌঁছন। সেখানে বাঙালি সমাজের তীর্থ পুরোহিতরা পুজার্চনা করেন। রানির সঙ্গে মুম্বই থেকে একজন পুরোহিত এসেছিলেন।
অস্থি বিসর্জনের পর রানি ও আদিত্য গঙ্গার পুজো করনে এবং প্রয়াত পিতার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। রানি সহ সবারই পরনে ছিল সাদা পোশাক।
স্বামী আদিত্য চোপড়ার সঙ্গে এলাহাবাদের সঙ্গমে এসে প্রয়াত পিতা রাম মুখোপাধ্যায়ের অস্থি বিসর্জন করলেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন ভাই রাজা মুখোপাধ্যায় ও পরিবারের অন্য কয়েকজন সদস্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -