নিজেকে সুন্দর রাখতে দিদিমার দেওয়া সৌন্দর্যের টিপসই মেনে চলেন ইয়ামি গৌতম
অভিনেত্রী ইয়ামি গৌতম সুন্দর, এব্যাপারে কারও কোনও দ্বিমত থাকতে পারে না
তিনি নিজেকে এমন সুন্দর রাখতে নিয়মিত বিউটি পার্লারে যান না, বরং মেনে চলেন দিদিমার দেওয়া সৌন্দর্যের টিপস
বাড়িতেই বিভিন্ন ধরনের মিশ্রণ তৈরি করে মাখেন ইয়ামি, রাখেন নিজেকে সুন্দর
প্রচুর পরিমাণ জল খান ইয়ামি গৌতম।
সঙ্গে সুন্দর লম্বা চুল পেতে ক্যাস্টর অয়েল, ভিটামিন ই অয়েল এবং অ্যালোভেরা মিশিয়ে মাখেন
মুখ সাধারণ জল দিয়ে না ধুয়ে ডাবের জল দিয়ে পরিস্কার রাখেন।
কারণ, ডাবের জল ন্যাচেরাল টোনারের কাজ করে
এছাড়া চুলে শ্যাম্পু করার পর এক কাপ ভিনিগারে চুল ধুয়ে নেন। কারণ, সেটাই কন্ডিশনিংয়ের কাজ করে।
ঠোঁটে লিপ বাম হিসেবে ঘি লাগান
স্ক্রাবার হিসেবে এক চা চামচ হলুদ গুঁড়োর সঙ্গে চিনি ও মধু মিশিয়ে মাখেন। মিশ্রনটি শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ধুয়ে নেন। তারপর একটু বরফ ঘষে নেন
আপনারাও সুন্দর সতেজ চুল ও ত্বক পেতে এই টিপসগুলো মেনে চলতে পারেন