Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
দেখুন, শরীরে ৯টি গুলি লেগে এক মাস কোমায় থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছেন সিআরপিএফ জওয়ান
বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় চেতনের জন্য প্রার্থনা করেছেন। তাঁদের সবার প্রার্থনা সফল করে সুস্থ হয়ে উঠেছেন এই জওয়ান
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচেতন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও ট্যুইট করে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন। তাঁর আশা, চিতা দ্রুত কাজে ফিরবেন
আহত চেতনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। তিনিও এই সেনা আধিকারিকের সুস্থ হয়ে ওঠার বিষয়ে খুব একটা আশাবাদী ছিলেন না। কিন্তু চেতন সেরে ওঠায় বাকি সবার মতো রিজিজুও খুশি
হাসপাতাল থেকে ছাড়া পেলেও, বাড়িতে চেতনের চিকিৎসা চলবে। তাঁর ডান চোখের দৃষ্টি ফেরানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা
সিআরপিএফ-এর ৪৫ ব্যাটালিয়নের জওয়ান চেতন। লস্কর-ই-তৈবা জঙ্গিদের হামলায় তিনি জখম হন জখম হওয়ার পর চেতনকে প্রথম শ্রীনগরের সেনা হাসপাতালে আনা হয়। এরপর তাঁকে দিল্লির এইএমসে উড়িয়ে আনা হয়
চেতনের স্ত্রী বলেছেন, এবারের রামনবমী তাঁদের কাছে দীপাবলি হয়ে উঠেছে
এই সিআরপিএফ কমান্ডান্টের সুস্থ হয়ে ওঠার জন্য তাঁর স্ত্রীকেই সবচেয়ে বেশি কৃতিত্ব দিচ্ছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, পরিরারের অন্যান্যরা ভেঙে পড়লেও, চেতনের স্ত্রী প্রথম থেকেই শক্ত ছিলেন। তিনি কোনও পরিস্থিতিতেই ভেঙে পড়েননি
এইএমসের ট্রমা সেন্টারের প্রধান চিকিৎসক অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, চেতনের ডান চোখের উপর দিয়ে একটি গুলি মস্তিষ্কে আঘাত করেছে। এর ফলে তাঁর চোখ ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন চেতন
জখম অবস্থায় দিল্লির এইএমসে ভর্তি করা হয়েছিল চেতনকে। চিকিৎসকরা তাঁকে বাঁচিয়ে তোলার বিষয়ে খুব একটা আশাবাদী ছিলেন না। কিন্তু সবাইকে অবাক করে সুস্থ হয়ে উঠেছেন চেতন। চিকিৎসকরা এই ঘটনাকে অলৌকিক বলে বর্ণনা করেছেন
১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মারাত্মক জখম হয়েছিলেন সিআরপিএফ কমান্ডান্ট চেতন চিতা। তাঁর মাথায় একটি সহ শরীরের বিভিন্ন অংশে ৯টি গুলি লেগেছিল। এক মাস কোমায় থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন চেতন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -