ঐশ্বর্যর বেগুনি লিপস্টিকের পর এবার হলুদ রঙে ঠোঁট রাঙালেন অ্যামি জ্যাকসন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jun 2016 05:21 PM (IST)
1
2
3
4
5
6
দেখুন তাঁর ফটোশ্যুটের কিছু ঝলক...
7
8
9
10
পোশাকের সঙ্গে মিলিয়ে ঠোঁটে হলুদ রঙের লিপস্টিক পড়েছেন অ্যামি। জানা গিয়েছে একটি শ্যুটিংয়ের ম্যাগাজিনের জন্যই ‘এই রাস্টি ইয়েলো মেটালিক লিপ কালার’-এ সেজেছেন তিনি।
11
সম্প্রতি কান চলচ্চিত্র উত্সবে বেগুনি লিপস্টিকে দেখা গিয়েছিল অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে। সেই নিয়ে সমালোচনা করতে ছাড়েননি নিন্দুকরা। এবার তাঁর মতোই অন্য ধারার সাজে নিজেকে সাজালেন বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন।