ধর্মশালায় ভারতের হারের পর সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা, বিয়ে স্থগিত রেখে দলে ফিরছেন বিরাট
দেখুন আরও মজাদার ট্যুইট
অপর একজন লিখেছেন, বিয়ে স্থগিত রেখে দলের সঙ্গে যোগ দিচ্ছেন বিরাট
অপর একজন লিখেছেন, একটি পুরনো ছবির কথা মনে পড়ে গেল, যেখানে নায়কের বিয়ে হচ্ছে আর ডাকাতরা গোটা গ্রাম লুঠ করছে
হিন্দি ছবি বর্ডারের একটি দৃশ্যের ছবি দিয়ে একজন পোস্ট করেছেন, দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য বিরাট ইতালি থেকে দ্রুত ভারতে ফিরছেন
এই সিরিজে বিশ্রাম নিচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বান্ধবী অনুষ্কা শর্মাকে বিয়ে করার জন্য ইতালিতে গিয়েছেন বলে শোনা যাচ্ছে। বিরাটের অনুপস্থিতিতে ভারতীয় দলের শোচনীয় হারের পর সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা-তামাশা শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা
এই ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনি ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যানই বড় রান করতে পারেননি। ভারতের ১১২ রানের মধ্যে ৬৫ রানই করেছেন ধোনি। গোটা ইনিংসে মাত্র তিনজন দুই অঙ্কের রান করেন। ভারতীয় দল একসময় ২৯ রানে ৭ উইকেট খুইয়ে একদিনের আন্তর্জাতিকে নিজেদের সর্বনিম্ন স্কোর করার আশঙ্কা তৈরি করেছিল। সেখান থেকে পরিস্থিতি সামাল দেন ধোনি
রবিবার ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটে হেরে ০-১ পিছিয়ে পড়েছে ভারতীয় দল