দানা মাঝিকে আর্থিক সাহায্য বাহারিনের প্রধানমন্ত্রীর
দানা মাঝির দুঃখদুর্দশা দেখে আর্থিক সাহায্যের প্রস্তাব দিলেন বাহারিনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সলমন আল খলিফার।সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা গেছে।
দানা মাঝির অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়নি।যদিও কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করে। এই অমানবিক ঘটনার রেশ দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে।
পথে সংবাদমাধ্যম ও গ্রামবাসীদের নজরে আসে বিষয়টি। এরপরই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। আরও ৫০ কিমি পথ পেরিয়ে দানা মাঝির স্ত্রীর দেহ বাড়িতে পৌঁছয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।
ওড়িশার দানা মাঝির স্ত্রীর হাসপাতালে মৃত্যু হয়। কিন্তু স্ত্রীর মরদেহ গাড়িতে বা অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাওয়ার মতো আর্থিক সঙ্গতি তাঁর ছিল না। সেজন্য স্ত্রীর দেহ কাঁধে করে প্রায় ১০ কিলোমিটার বয়ে নিয়ে যান তিনি। সঙ্গে ছিল তাঁর কিশোরী মেয়ে।
গাল্ফ ডেইলি নিউজের প্রতিবেদন অনুসারে, ওড়িশার দানা মাঝির স্ত্রীর মরদেহ বহন করে নিয়ে যাওয়ার খবর দেখে ব্যথিত হন বাহারিনের ৮০ বছরের প্রধানমন্ত্রী। তিনি বাহারিনে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে কিছু অর্থ দান করেন।