অনেকগুলো বসন্ত পেরিয়েও তাঁরা চিরযৌবনা, একবার উঁকি দেব সেই সুন্দরীদের অন্দরমহলে
ডেমি মুর একাধারে হলিউড অভিনেত্রী, পরিচালক এবং গীতিকার। ৫৩ বছরেও এভারগ্রিন তিনি।
‘ধক্-ধক্’ মাধুরী দীক্ষিত দাঁড়িয়ে আছেন পঞ্চাশের ঠিক আগের স্টপেজে। তাঁর মোহময়ী হাসির ছটা আজও হিল্লোল তোলে বহু তরুণের মনে।
জয়া এহসান বাংলাদেশী এই অভিনেত্রীর বয়স ৪৩।
জেনিফার লোপেজ নাচে-গানে মঞ্চ কাঁপানো জেনিফার লোপেজ, এবার ৪৭-এ পা দেবেন
লিউ জিয়াওকিং একাধারে অভিনেত্রী এবং ব্যবসায়ীও। দেখে মনে হয় তাঁর বয়স ৩০। কিন্তু বাস্তব হল এরমধ্যেই তিনি ৬২টি বসন্ত পেরিয়ে এসেছেন। চিনের ধনীতম ব্যক্তিদের মধ্যেও নাম রয়েছে লিউ-এর।
হ্যালি বেরি ৪৯ বছরে পরেও একইরকম লাস্যময়ী হ্যালি
অপর্ণা সেনকে দেখে বোঝার উপায় নেই, তাঁর বয়স ৭০
পাশের বাড়ির দুষ্টু-মিষ্টি ছটফটে কন্যে মনে হয় আমির পত্নী কিরণকে দেখলে। কিন্তু সেই কিরণ এর মধ্যেই ৪২-এ পা দিয়েছেন।
বয়সকে তুড়ি মেরে উড়িয়ে বহাল তবিয়তে পর্দায় ব্যাট করে যাচ্ছেন শ্রীদেবী। খুব বেশি না ‘মাত্র’ ৫২-র শ্রীদেবী দুই মেয়ের মাও।
শর্মিলা ঠাকুর ছয়, সাত, আটের দশকে বলি-টলি ইন্ডাস্ট্রিতে চুটিয়ে অভিনয় করেছেন এভারগ্রিন শর্মিলা। এখন তিনি ৭০-এর থেকে মাত্র এক ধাপ পিছিয়ে রয়েছেন।
স্যান্দ্রা বুলক ৫১ বছরের স্যান্দ্রা ২০১৫ সালের ‘মোস্ট বিউটিফুল ওম্যান’-এর শিরোপা জিতেছেন।
সালমা হায়েক হলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর বয়স ৪৯, যদিও তাঁকে দেখে তা বোঝার উপায় নেই।
এভারগ্রিন রেখা। বয়স ৬১, কিন্তু কোথাও তাঁকে দেখে সেটা বোঝার উপায় নেই
বয়স তাঁদের কারও চল্লিশ, কারও পঞ্চাশ কারও বা ষাটের কোঠায়। কিন্তু বয়সকে তুড়ি মেরে, তাঁরা আজও চিরযৌবনা। একনজরে দেখে নেব সেই মোহময়ীদের