দেখুন, বিলাসবহুল ট্রেন তেজস এক্সপ্রেস
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প মেক ইন ইন্ডিয়ার আওতায় পঞ্জাবের কপূরথালায় রেলের কারখানায় তেজস এক্সপ্রেসের কামরাগুলি তৈরি করা হয়েছে
রেলমন্ত্রী বলেছেন, বাজেট ঘোষণা অনুযায়ী যাত্রীদের নিরাপত্তা এবং সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হচ্ছে
মধ্য রেলের জেনারেল ম্যানেজার ডি কে শর্মা বলেছেন, বর্ষার সময় সপ্তাহে পাঁচদিন এবং অন্য সময় সপ্তাহে তিন দিন চলবে এই ট্রেন
তেজস এক্সপ্রেসে যাত্রীদের জন্য থাকছে এলইডি টিভি, ওয়াইফাই, চা ও কফি মেশিন, সিসিটিভি, ধোঁয়া ও আগুন চিহ্নিতকরণ যন্ত্র। বিমানের মতোই সুযোগ-সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা
মুম্বই থেকে গোয়া পর্যন্ত ৬৩০ কিমি যেতে ৯ ঘণ্টারও কম সময় লাগছে তেজস এক্সপ্রেসের
ঘণ্টায় ২০০ কিমি বেগে চলার ক্ষমতা রয়েছে তেজস এক্সপ্রেসের। তবে ১৬০ কিমি বেগে চালানো হবে এই ট্রেন
মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে যাত্রা শুরু করে গোয়ার কারমালি স্টেশনে গিয়েছে এই ট্রেন
উদ্বোধন হল দেশের অন্যতম বিলাসবহুল ট্রেন তেজস এক্সপ্রেসের
রেলমন্ত্রী সুরেশ প্রভু এই ট্রেনের উদ্বোধন করেছেন