অভিনন্দন বর্তমান, বালাকোটে অংশ নেওয়া পাইলটদের বিশেষ ‘ফ্লাই-বাই’, পালিত হল ৮৭ তম বায়ুসেনা দিবস
বায়ুসেনা দিবসে বীর যোদ্ধাদের সাহসিকতা ও বলিদানকে কুর্নিশ জানিয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ও নৌসেনা প্রধান অ্যাডমিরাল কর্মবীর সিংহ এবং বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুড়িয়া জাতীয় যুদ্ধস্মারকে পুষ্পস্তবক দিয়ে বীর শহিদদের শ্রদ্ধা জানান।
১৯৩২ সালের ৮ অক্টোবর, ভারতীয় বায়ুসেনা প্রতিষ্ঠা পায়। সেই দিনকে স্মরণ করতে প্রতি বছর, হিন্ডন ঘাঁটিতে প্রতিবছরই বায়ুসেনা প্রধান সহ অন্যান্য শীর্ষ অফিসারদের উপস্থিতিতে পালিত হয় বায়ুসেনা দিবস।
এই প্রথমবার, আপাচে ও চিনুক হেলিকপ্টারকে একসঙ্গে উড়তে দেখা যায়। এন-৩২ বিমান থেকে আকাশগঙ্গা টিমের প্যারা-ড্রপিংয়ের মাধ্যমে প্রদর্শনী শুরু হয়।
প্রাক্তন ক্রিকেটার তথা বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন (সাম্মানিক) সচিন তেন্ডুলকর উপস্থিত ছিলেন হিন্ডনে।
ভারতীয় বায়ুসেনার যে সকল অফিসার যারা বালাকোট এয়ার স্ট্রাইকে অংশ নিয়েছিলেন, তাঁরা ৩টি মিরাজ ২০০০ ও ২টি সুখোই-৩০ এমকেআই বিমান নিয়ে বিশেষ ফর্মেশনে ‘ফ্লাই-বাই’ করেন।
অংশ নিয়েছিলেন ‘বায়ুসেনার নায়ক’ উইং কমান্ডার অভিনন্দন বর্তমান, যিনি ভারত-পাক সংঘাতের মুখ হয়ে উঠেছেন। এদিন তাঁর নেতৃত্বে মিগ-২১ বাইসন বিমানের একটি টিম ‘ফ্লাই-বাই’ করেন।
উৎসাহ ও উদ্দীপনার সঙ্গেই পালিত হল ৮৭ তম বায়ুসেনা দিবস। হরিয়ানার হিন্ডনে বায়ুসেনার ঘাঁটিতে মাঝআকাশে বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টারের বর্ণাঢ্য প্রদর্শন করা হয়। পুরনো ও আধুনিক যুদ্ধবিমান মিলে আকাশে মহড়া ও বিভিন্ন কেরামতি প্রদর্শন করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -