জিও-কে টেক্কা দিতে তিনটি নয়া ট্যারিফ প্ল্যান এয়ারসেলের, ৮৮ টাকায় আনলিমিডেট কল ও ৭ জিবি ডেটা
৩৪৮ টাকার প্ল্যানে এয়ারসেল ৮৪ দিনের জন্য দিনে এক জিবি ডেটা ও আনলিমিটেড কলের সুবিধা দিচ্ছে।এই প্ল্যানে প্রতিদিন সর্বোচ্চ ৩০০ মিনিট এবং সপ্তাহে ১২০০ মিনিট কল করা যাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএয়ারসেল ১৪৩ টাকারও একটি ট্যারিফ প্ল্যান নিয়ে এসেছে। এতে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কলের পাশাপাশি গ্রাহকরা ১০০ টি মেসেজও করতে পারবেন। এই প্ল্যান অনুযায়ী, ভয়েস কলের সীমা প্রতিদিন সর্বোচ্চ ২৫০ মিনিট এবং সপ্তাহে ১০০০ মিনিট কল করা যাবে। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের।
আর ১০৪ টাকার প্ল্যান অনুযায়ী এয়ারসেলেপ গ্রাহকরা সারা বছর প্রতি মিনিটে ২০ পয়সা হিসেবে সারা বছর কল করার সুবিধা পাবেন।
১৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১ জিবি ডেটা এবং আনলিমি়টেড লোকাল ও এসটিডি কলের সুবিধা পাবেন। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। অর্থাত্ এই প্ল্যানে গ্রাহকরা ২৮ জিবি ডেটা পাবেন।
৮৮ টাকার প্ল্যান অনুযায়ী গ্রাহকরা প্রতিদিন ১ জিবি ডেটা ও আনলিমিটেড কলের সুযোগ পাবেন। এই প্ল্যানের বৈধতা সাত দিন। লোকাল ও এসটিডি-উভয় ক্ষেত্রেই এই আনলিমিটেড কল প্রযোজ্য হবে।
এয়ারসেল ৮৮ টাকা, ১০৪ টাকা ও ১৯৯ টাকা মূল্যের তিনটি প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে। গ্রাহকরা এই ট্যারিফগুলি অনলাইনে বা কোম্পানির আউটলেটে গিয়ে করতে পারবেন।
টেলিকম ক্ষেত্রে সস্তায় ডেটা ও কলের যে সুবিধা রিলায়েন্স জিও নিয়ে এসেছে তার প্রভাব অন্যান্য কোম্পানিগুলির ওপরও পড়েছে। সস্তার ট্যারিফ প্ল্যানের দৌড়ে জিও-কে টেক্কা দিতে এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়ার পর সামিল হল এয়ারসেলও। গ্রাহকদের জন্য এয়ারসেল নিয়ে এল আকর্ষণীয় তিনটি প্ল্যান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -