এয়ারটেল আপনাকে দিচ্ছে আইফোন ৭, মাত্র ৭,৭৭৭ টাকায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Oct 2017 01:37 PM (IST)
1
2
দেশের ২১টি শহরে মিলছে এই অনলাইন স্টোরের সুবিধে। কোম্পানি বলেছে, শিগগিরই তারা ছড়িয়ে যাবে বাকি শহরগুলিতেও।
3
এছাড়া ফোনে আঘাত লাগা ও সাইবার ড্যামেজের জন্য আইফোন ৭-এর ক্রেতাদের এয়ারটেল দিচ্ছে সিকিওর প্যাকেজ।
4
আগামী ২ বছর প্রতি মাসে শোধ করতে হবে ২,৪৯৯ টাকা। এই আইফোনের সঙ্গে পাবেন এয়ারটেলের পোস্টপেড প্ল্যানও। এর মাধ্যমে ৩০ জিবি ডেটা আর আনলিমিটেড লোকাল-এসটিডি আর রোমিং ফ্রি কল করতে পারবেন।
5
আইফোন ৭-এর ৩২ জিবি মডেল পাবেন ৭,৭৭৭ টাকা ডাউনপেমেন্টে।
6
কিনতে চান অ্যাপল আইফোন ৭? পকেট বেঁকে বসেছে? আপনার জন্য তাহলে দুর্দান্ত খুশির খবর। এয়ারটেল আপনাকে দেবে আইফোন ৭ মাত্র ৭,৭৭৭ টাকা দামে। গতকাল তাদের প্রথম অনলাইন স্টোর খুলেছে এয়ারটেল ইন্ডিয়া। সেই উপলক্ষ্যে এই স্টোরে দেওয়া হচ্ছে অফারটি।
7
আইফোন ৭-এর ১২৮ জিবি মডেল কিনতে পারেন ১৬,৩০০ টাকা ডাউনপেমেন্ট করে।