বড়দিনের ছুটি পড়ে গিয়েছে, মা ঐশ্বর্যার সঙ্গে বেড়াতে চলল আরাধ্যা বচ্চন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Dec 2017 01:57 PM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি
2
3
4
5
6
7
8
9
স্কুলে বড়দিনের ছুটি পড়েছে তার। তার আগে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় সে।
10
মায়ের সঙ্গে দিল্লি যাচ্ছে আরাধ্যা।
11
সঙ্গে ছিলেন ঐশ্বর্যার মা বৃন্দা রাই।
12
মুম্বই বিমানবন্দরে দেখা গেন ঐশ্বর্যা রাই বচ্চন ও তাঁর ছোট্ট মেয়ে আরাধ্যাকে।