ছোটবেলার নৃত্যশিক্ষিকাকে দেখে আবেগাপ্লুত ঐশ্বর্য রাই
অনুষ্ঠানে সন্দীপ সোপারকর, আলেসিয়া রাউত এবং অ্যাশলে লোবো-র নবধারা ইন্ডিয়া ডান্স থিয়েটার নৃত্য পরিবেশন করে। (ছবি-সোলারিস ইমেজ)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলতা সুরেন্দ্রও তাঁর আবেগ চেপে রাখতে পারেননি। তিনি ঐশ্বর্যর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। তিনি বলেন, ও খুব ভালো ছাত্রী। একইসঙ্গে বাবা-মায়ের আদর্শ কন্যা, স্বামীর আদর্শ জীবনসঙ্গিনী। ও যখন মেয়ে (আরাধ্যা)-কে কোলে নিয়ে কান চলচ্চিত্র উত্সবে সামিল হয় তখন আমার খুব গর্ব হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঐশ্বর্য বলেছেন, আমি খুবই আবেগাপ্লুত হয়ে পড়েছি। এদিন আমি কোনও ভাষণ তৈরি করে আসিনি। হৃদয় থেকে আমি কথা বলছি। আমি আক্কা (লতা সুরেন্দ্র)-র কাছে সেকেন্ড গ্রেড থেকে সেভেন্থ গ্রেড পর্যন্ত নাচ শিখেছি। তখন থেকেই নাচ আমার জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে। সেই গুরুকে নৃত্য পরিবেশন করতে দেখাটা, বিশেষ করে তা যদি কোনও শিক্ষার্থীর জন্য হয়,তাহলে তা অসাধারণ ব্যাপার।এটা একটা আলাদা সম্মান।
ভারতে প্রথম অনুষ্ঠিত পাঁচদিনের ওয়ার্ল্ড কংগ্রেস অফ ডান্সের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন নীল-নয়না বলিউড তারকা। এই অনুষ্ঠানে সন্দীপ সাপোরকার, আলেসিয়া রাউত সহ অন্যান্যরা নৃত্য পরিবেশন করেন।
নৃত্যকলার প্রতি তাঁর অনুরাগের কথা বহুবারই জানিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। এবার ছোটবেলার নৃত্যশিক্ষিকাকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়লেন রাই সুন্দরী। নৃত্য শিক্ষিকা ওয়ার্ল্ড কংগ্রেস অফ ডান্সের সিলেকসন প্রেসিডেন্ট লতা সুরেন্দ্র তাঁর একটি পারফরম্যান্স উত্সর্গ করলেন ছাত্রীকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -