স্বামী অভিষেক, মেয়ে আরাধ্যার সঙ্গে গোয়ার সুইমিং পুলে ঐশ্বর্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Nov 2018 10:19 AM (IST)
1
গোয়ার পথে বচ্চন পরিবার।
2
3
গোয়া যাওয়ার আগে মা বৃন্দা রাইয়ের সঙ্গে।
4
5
গোয়া থেকে অ্যাশ পোস্ট করেছেন এই ছবিগুলি।
6
ছবিটি পোস্ট করে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক।
7
গোলাপি সুইমস্যুটে ছোট্ট আরাধ্যা বাবার হাত ধরে। কালো পোশাকে মা ঐশ্বর্যা।
8
তাঁদের সঙ্গে রয়েছেন কয়েকজন বন্ধুবান্ধব।
9
গোয়ায় সুইমিং পুলে সময় কাটাচ্ছে বচ্চন পরিবার।
10
গোয়া যাওয়ার আগে অ্যাশ পোস্ট করেন মুম্বইতে তাঁর জন্মদিন সেলিব্রেশনের ছবি।
11
বৃহস্পতিবার ৪৫-এ পড়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন। স্বামী, সন্তানকে নিয়ে গোয়ায় জন্মদিন পালন করলেন তিনি।