জানতেন? মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় হন ইনি, ঐশ্বর্যার বৌদি শ্রীমা রাই
দেখুন শ্রীমার আরও ছবি।
আদিত্য পেশায় মার্চেন্ট ইঞ্জিনিয়ার। ঐশ্বর্যার দিল কা রিস্তা ছবিটি প্রযোজনা করেন তিনি।
পাদপ্রদীপের আলো থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তিনি।
শ্রীমা ও আদিত্যর ২ ছেলে।
তবে মডেলিং ও ফ্যাশন শো সম্পর্কে অভিজ্ঞতা ও টিপস শেয়ার করেন তাঁরা।
অ্যাশের সঙ্গে শ্রীমার সম্পর্ক যথেষ্ট উষ্ণ। একবার তিনি বলেন, ঐশ্বর্যাকে আমি কোনও সুপারস্টার হিসেবে দেখি না, সবার আগে ও আমার ননদ। আমরা কাজ নিয়ে কখনও কথাবার্তা বলি না।
শ্রীমা ম্যাঙ্গালোরের মেয়ে। এখন আমেরিকায় থাকে তাঁর পরিবার।
২০০৯ সালে মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় হন তিনি।
বিয়ের পর থেকে সংসার সামলাচ্ছেন শ্রীমা। আগে মডেলিং করতেন। ফ্যাশ সম্পর্কে লেখালেখি করেন এখনও।
ঐশ্বর্যা রাই বচ্চনের সৌন্দর্য গোটা বিশ্বে সমাদৃত। কিন্তু তাঁর দাদা আদিত্য রাইয়ের স্ত্রী শ্রীমা রাইয়ের ব্যাপারে কখনও শুনেছেন আপনি?