পাপারাজ্জিদের বাড়াবাড়ি, ধৈর্য্য হারিয়ে বকাবকি ঐশ্বর্যার, কেঁদেও ফেললেন
সব ছবি: মানব মঙ্গলানি
সব ছবি: মানব মঙ্গলানি
এতেই শেষ নয়। উত্তেজনা চাপতে না পেরে কেঁদে ফেলেন ঐশ্বর্যা। সেই অবস্থাতেই অনুষ্ঠান ছাড়েন তিনি।
ধৈর্য হারিয়ে ঐশ্বর্যা বলেন, আপনারা থামুন। এঁরা জানেন না আমরা কীভাবে কাজ করি। এটা কোনও ছবির প্রিমিয়ার নয়। এটা একটা হাসপাতাল, যেখানে রয়েছেন তার সম্মান দিন। এখানে ছোট ছেলেমেয়েরা রয়েছে। আর পাঁচটা পাবলিক ইভেন্টের মত এটা নয়। একটু মর্যাদাপূর্ণ আচরণ করুন আপনারা। এসব হচ্ছেটা কী?
সেলিব্রেশনের সময় আবার পাপারাজ্জিরা হইচই শুরু করেন।
বাবার জন্মদিন উপলক্ষ্যে কাটা ঠোঁট ও তালু নিয়ে জন্ম নেওয়া ১০০ শিশুর অপারেশনের খরচ জোগাবেন ঐশ্বর্যা।
শিশুদের সঙ্গে কেকও কাটেন তিনি।
স্বেচ্ছাসেবী সংস্থার ছেলেমেয়েরা এসে পড়লে অবশ্য তাঁর মুড পাল্টাতে দেরি হয়নি।
তারপর তাঁরা ফটোগ্রাফারদের সামনে দাঁড়ান ঠিকই কিন্তু ঐশ্বর্যার চেহারাতেই স্পষ্ট, তিনি যথেষ্ট আপসেট।
তখনই উত্তেজিত হয়ে পড়েন অ্যাশ। তিনি সকলকে চুপ করতে বলছিলেন, কারণ অনুষ্ঠান হচ্ছিল হাসপাতালে।
শোনা যাচ্ছে, পাপারাজ্জিরা তাঁর ছবি তুলতে শুরু করেন, তাঁদের চেঁচামেচিতে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
হাসপাতালে উপস্থিত সংবাদমাধ্যমের জনাকয়েক প্রতিনিধির আচরণ ঐশ্বর্যার ভাল লাগেনি।
কিছুদিন আগে প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মদিন অনাথ শিশুদের সঙ্গে সেলিব্রেট করতে একটি হাসপাতালে গিয়েছিলেন ঐশ্বর্যা রাই। সঙ্গে মেয়ে আরাধ্যা ও মা বৃন্দা রাই।