এবার সোশ্যাল মিডিয়ায় নাম লেখাতে চলেছেন ঐশ্বর্যা রাই বচ্চন
কিছুদিন আগে আমির খানও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন।
১২ তারিখ কানে হাঁটবেন ঐশ্বর্যা।
কান চলচ্চিত্র উৎসবে এটি তাঁর সতেরোতম বছর। তাঁর স্পনসর লরিয়েল টিমও তাঁর সোশ্যাল মিডিয়ায় আসার বিষয়টি নিয়ে আলোচনা করেছে। রাজি হয়েছেন অ্যাশও। কানে লাল কার্পেটে হাঁটার একদিন আগে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলবেন তিনি।
শোনা যাচ্ছে, কর্ণ জোহর ও মণীশ মালহোত্রাও তাঁকে সোশ্যাল মিডিয়ায় আসার অনুরোধ করেছেন।
ঘনিষ্ঠরা তাঁকে জানিয়েছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে তাঁর অনুরাগীর অভাব নেই। তাঁরা তাঁকে সোশ্যাল মিডিয়ায় দেখার অপেক্ষায়।
গত বছর এক সাক্ষাৎকারে অ্যাশ বলেন, তাঁরও এবার সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ হওয়ার সময় হয়েছে।
এবার শোনা যাচ্ছে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে চলেছেন ঐশ্বর্যা। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নাম লেখাচ্ছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত অনুপস্থিত ঐশ্বর্যা রাই বচ্চন। রানি মুখোপাধ্যায়, কঙ্গনা রানাওয়াত, করিনা কপূরের মত তাঁরও সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট নেই।