আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে অভিষেক, ঐশ্বর্যা, জয়া, নেই শুধু অমিতাভ বচ্চন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Dec 2017 10:59 AM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
দেখুন তাঁদের আরও ছবি।
16
জয়ার সঙ্গে কথা বলছেন সচিন তেন্ডুলকরের স্ত্রী অঞ্জলি।
17
গাড়ি পর্যন্ত শাশুড়িকে পৌঁছে দিচ্ছেন অভিষেক।
18
19
20
বৃন্দা আজকাল ঐশ্বর্যাদের সঙ্গেই থাকেন।
21
অনুষ্ঠানে আরাধ্যাও যোগ দিয়েছে। তাকে মঞ্চে দেখতে আসেন ঐশ্বর্যার সঙ্গে ছিলেন বাবা অভিষেক, ঠাকুমা জয়া ও দিদিমা বৃন্দা রাই।
22
ব্যতিক্রম নয় আরাধ্যা বচ্চনও। স্কুলের ফাংশনে তার সঙ্গে দেখা গেল মা ঐশ্বর্যাকে।
23
মুম্বইয়ের ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে বলিউড তারকাদের ছেলেমেয়েরা। স্কুলে যখন খেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তখন তারকাদের মেলা বসে যায়।