মুম্বইয়ে ঐশ্বর্যার বাবা কৃষ্ণরাজ রাইয়ের শেষকৃত্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Mar 2017 11:37 AM (IST)
1
2
শাহরুখ খান
3
(ছবি: মানব মঙ্গলানি/ইনস্টাগ্রাম)
4
অমিতাভ বচ্চন (ছবি: মানব মঙ্গলানি/ইনস্টাগ্রাম)
5
শেষকৃত্যের সময় ঐশ্বর্যার স্বামী অভিষেক বচ্চন। (ছবি: মানব মঙ্গলানি/ইনস্টাগ্রাম)
6
অসুস্থতার সময় কৃষ্ণরাজকে হাসপাতালে নিয়মিত দেখতে আসতেন ঐশ্বর্যা ও অভিষেক। এছাড়াও দেখা গিয়েছে অমিতাভ-জয়াকে। (ছবি: মানব মঙ্গলানি/ইনস্টাগ্রাম)
7
ভিলে পার্লে শ্মশানঘাটে দাহ করা হয় তাঁকে।
8
তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন অনিল আম্বানি, টিনা আম্বানি, সঞ্জয় লীলা বনশালী, রণধীর কপূর, কুনাল কপূর প্রমুখ।
9
কাল সন্ধেয় সম্পন্ন হয় কৃষ্ণরাজের শেষকৃত্য।
10
১ মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ভুগছিলেন ক্যানসারে।
11
গতকাল বিকেল চারটে নাগাদ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে মারা যান ঐশ্বর্যা রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই।