দেখুন! মা-মেয়েকে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্যা রাই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Sep 2018 07:59 AM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি
2
3
4
5
6
এরপর তাঁকে দেখা যাবে স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে গুলাব জামুন ছবিতে।
7
সঙ্গে ছিলেন মা বৃন্দা রাই ও মেয়ে আরাধ্যা।
8
অ্যাশকে শেষ দেখা গিয়েছে রাজকুমার রাও ও অনিল কপূরের সঙ্গে ফ্যানি খান ছবিতে। বক্স অফিসে ভাল চলেনি ছবিটি।
9
গতকাল ঐশ্বর্যা রাই বচ্চনকে দেখা গেল এক মন্দিরে। গণপতি দর্শনে এসেছিলেন তিনি।
10
গণেশ চতুর্থী মহারাষ্ট্রের সব থেকে বড় উৎসব। ১০ দিনের এই উৎসবে সাধারণ মানুষের মতই অংশ নেয় বলিউড। তারকারা ভিড় করে আসেন বাপ্পার আশীর্বাদ নিতে।