ছুটি কাটিয়ে ফিরছে বাড়ি, মা ঐশ্বর্যার হাত ধরে বিমর্ষ আরাধ্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Jul 2017 09:38 AM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি/ইনস্টাগ্রাম
2
3
4
5
6
7
8
9
আরাধ্যার মুখে কিন্তু একটুও হাসি ছিল না। লম্বা ছুটির পর বই নিয়ে বসতে কখনও ভাল লাগে!
10
ছুটি কাটাতে নিউ ইয়র্কে গিয়েছিলেন তাঁরা।
11
৩ সপ্তাহের লম্বা ছুটি কাটিয়ে দেশে ফিরলেন ঐশ্বর্যা রাই বচ্চন, অভিষেক বচ্চন ও ঐশ্বর্যার মা বৃন্দা রাই। সঙ্গে পুঁচকে আরাধ্যা।
12
কিন্তু গতকাল রাতে সেই মুম্বই বিমানবন্দরেই আরাধ্যাকে দেখা গেল বিমর্ষ মুখে।
13
২ মাস আগে মায়ের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার সময় মুম্বই বিমানবন্দরে তারকার মত পোজ দিয়েছিল সে।