‘নাম শাবানা’ ছবির প্রচারে গিয়ে অক্ষয় কুমারের সঙ্গে ঘটে গেল অদ্ভুত ঘটনা... কী হল?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Mar 2017 07:17 PM (IST)
1
নেন। তারপর ওই তরুণীকে জড়িয়ে ধরে তাঁর কান্না থামান।
2
সঙ্গে সঙ্গে ওই তরুণীকে কাছে ডেকে নেন।
3
পাশ থেকে এই দৃশ্য দেখছিলেন তাপসী। তরুণীকে অক্ষয়ের বোঝানো দেখে তিনি হেসে ফেলেন।
4
আগামী ৩১ মার্চ ছবিটি মুক্তি পাবে। সব ছবি সৌজন্য সোলারিস
5
সদ্য মুক্তির অপেক্ষায় থাকা ‘নাম শাবানা’ ছবির প্রচার করতে দিল্লির গার্গী কলেজে গিয়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী তাপসী পান্নু।
6
অক্ষয় লক্ষ্য করেন, উপস্থিতদের পড়ুয়ার মাঝে তাঁর এক মহিলা ভক্ত ভীষণই আবেগাপ্লুত হয়ে পড়েছেন।
7
অক্ষয় দেখেন, ওই তরুণী অঝোরধারায় কেঁদে চলেছেন। এই দেখে আক্কি চুপ করে থাকেন কী করে!