অক্ষয়ের ছেলে আরভ ও মেয়ে নিতারা লাঞ্চ করতে গেল মা টুইঙ্কল ও দিদিমা ডিম্পলের সঙ্গে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Sep 2017 01:35 PM (IST)
1
2
ছবি: মানব মঙ্গলানি
3
4
টুইঙ্কলের মা অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া।
5
6
7
ক্যামেরাকে এড়াতে ব্যস্ত আরভ।
8
9
অক্ষয়ের মা অরুণা ভাটিয়ার হাত ধরে রয়েছেন তিনি।
10
কর্ণ টুইঙ্কল-অক্ষয়ের সঙ্গেই থাকেন। ২৩ বছরের এই যুবক ডিম্পলের মৃত বোন সিম্পলের ছেলে। ২০০৯-এ মায়ের মৃত্যুর পর থেকে মাসতুতো দিদি টুইঙ্কলের সঙ্গে থাকেন তিনি। শিগগিরই বলিউডে দেখা যাবে তাঁকে।
11
12
13
14
মায়ের হাত ধরে নিতারা।
15
সঙ্গে ছিলেন অক্ষয়ের মা অরুণা ভাটিয়া ও টুইঙ্কলের মা ডিম্পল কাপাডিয়া। টুইঙ্কলের মাসতুতো ভাই কর্ণ কাপাডিয়াও ছিলেন তাঁদের সঙ্গে।
16
গতকাল ছেলে ও ছোট্ট মেয়েকে নিয়ে লাঞ্চ করতে বেরিয়েছিলেন টুইঙ্কল।
17
২ দিন আগে ১৫ বছরে পড়েছে অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়া। অনেক আদর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে উইশ করেছেন অক্ষয় ও মা টুইঙ্কল।