এক সঙ্গে পরিচালক লাভ রঞ্জনের বাড়ি গেলেন রণবীর-আলিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jul 2019 10:06 AM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি
2
3
4
এ বছর মুক্তি পেতে চলেছে রণবীর-আলিয়ার এক সঙ্গে প্রথম ছবি ব্রহ্মাস্ত্র।
5
লাভ রঞ্জন হিট পরিচালক। তাঁর পেয়ার কা পঞ্চনামা, আকাশবাণী, সোনু কে টিটু কি সুইটি-র মত ছবিগুলি দারুণ জনপ্রিয় হয়েছে।
6
জল্পনা, তাঁরা লাভ রঞ্জনের কোনও ছবিতে কাজ করতে চলেছেন।
7
খাওয়াদাওয়া শেষে বাড়ি ফিরছেন রণবীর-আলিয়া।
8
গতকাল রাতে রণবীর কপূর পরিচালক লাভ রঞ্জনের বাড়ি গেলেন বান্ধবী আলিয়া ভট্টকে নিয়ে। নৈশভোজের আমন্ত্রণ ছিল তাঁদের।