রণবীরের সঙ্গে প্রেমের আগে আরও ৫ ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল আলিয়ার, কারা তাঁরা, দেখুন
এখন রণবীর কপূর ও আলিয়া বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। আলিয়ার জন্মদিন পালনের জন্য গভীর রাতে তাঁর বাড়ি চলে যান রণবীর। শোনা যাচ্ছে, শিগগিরই বিয়েও করতে পারেন তাঁরা। অল্পদিনের মধ্যে মুক্তি পাচ্ছে তাঁদের এক সঙ্গে প্রথম ছবি ব্রহ্মাস্ত্র।
বিখ্যাত শিল্পপতি সুনীল মিত্তালের ছেলে কেভিন মিত্তালও আলিয়ার সঙ্গে কিছুদিন প্রেম করেছেন। এক সেমিনারে নাকি তাঁদের দেখা হয়, সেখান থেকে ঘনিষ্ঠতা। কিন্তু বেশিদিন সম্পর্ক টেকেনি।
সিদ্ধার্থ মালহোত্রা বলিউডের পরিচিত মুখ। আলিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক এক সময় দারুণ চর্চিত ছিল। এখনও পর্যন্ত তাঁরা এক সঙ্গে ২টি ছবিতে কাজ করেছেন। দুজনেরই বলিউডে পা রাখা স্টুডেন্টস অফ দ্য ইয়ার ছবিতে। তবে শোনা যায়, জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে সিদ্ধার্থর মাখামাখির জন্য তাঁর দূরত্ব তৈরি হয় আলিয়ার সঙ্গে।
ইনি আলি দাদারকর। বিখ্যাত কেউ নন, তাঁর নাম বিশেষ কেউ জানে না। তবে আলিয়ার বয়ফ্রেন্ডের তালিকায় ইনি রয়েছেন। ক্লাসমেট ছিলেন তাঁরা, সিনেমায় নামার আগে আলিয়া ডেট করতেন এঁর সঙ্গে। এখন অবশ্য সব মিটে গিয়েছে। আলি এখন দুবাইয়ের বাসিন্দা।
তবে বয়স অল্প হলেও আলিয়ার বয়ফ্রেন্ডের সংখ্যা মোটেও অল্প নয়। রণবীর কপূরের সঙ্গে এখন তিনি যে প্রেম করছেন, তা তাঁর ৬ নম্বর অ্যাফেয়ার। চলুন, দেখে নেওয়া যাক, এর আগে কাদের সঙ্গে প্রেম করেছেন তিনি।
সম্প্রতি ২৬-এ পা দিয়েছেন আলিয়া ভট্ট। খুব অল্প বয়সেই সাফল্যের শীর্ষে পৌঁছেছেন একাধিক ১০০ কোটির ছবি দেওয়া এই নায়িকা। তাঁর অভিনয় দক্ষতা প্রশ্নাতীত।