দেখুন মার্জার সরণিতে আলিয়া ভট্টকে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেখুন তাঁর আরও ছবি।
তিনি বলেন, শিল্পী হিসেবে তাঁর কাজ শুধু অভিনয় করা, কার সঙ্গে প্রেম করছেন বা করছেন না, তা ক্যামেরার সামনে বিবেচ্য নয়। যদি কোনও কারণে মন খারাপও থাকে তখনও শ্যুটিংয়ে গিয়ে নাচতে হবে, আনন্দের দৃশ্যে অভিনয় করতে হবে। এটাই শিল্পী হওয়ার শর্ত।
রণবীরের সঙ্গে ব্রহ্মাস্ত্র ছবিতে কাজ করছেন আলিয়া। প্রেমিকের সঙ্গে কাজ করতে গেলে তা পারফরম্যান্সে প্রভাব ফেলে কিনা জানতে চাওয়া হয় তাঁর কাছে।
আলিয়া আরও বলেন, যতক্ষণ না আপনি আমার বাথরুমে ঢুকে পড়ছেন, ততক্ষণ আমার কোনও সমস্যা নেই। যদি লোকে আমার সম্পর্কে আলোচনা না করে, তার মানে হয়তো আমার তেমন গুরুত্ব নেই। কিন্তু আলোচনা করার অর্থ, আমি বিশেষ কেউ.. তবে এই মুহূর্তে ব্যক্তিগতভাবে ও পেশাগত দিক থেকে আমি দারুণ জায়গায় আছি, তাই কোনও অসুবিধে নেই।
জবাবে আলিয়া বলেন, গুজবে সাড়া দেন না তিনি।
তাঁকে প্রশ্ন করা হয় রণবীর কপূরের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে।
ডিজাইনার প্রবাল গুরুংয়ের পোশাকে র্যা ম্প মাতালেন তিনি।
একটি ব্যাগ সংস্থার নতুন সম্ভার প্রকাশ উপলক্ষ্যে মার্জার সরণিতে আলিয়া ভট্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -