হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য অর্থ সংগ্রহে এগিয়ে এলেন আলিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Oct 2019 08:09 PM (IST)
1
হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ। তার জন্য আয়োজিত হল চিত্র প্রদর্শনী, আর সেই প্রদর্শনীতে সামিল হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট।
2
ছবি সৌজন্যে- মানব মঙলানি
3
হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য অর্থ সংগ্রহে এগিয়ে এলেন আলিয়া।
4
প্রদর্শনীতে এসে আলিয়া বলেন, “বড়দের থেকে ছোটরা অনেক বেশি ইতিবাচক। কারণ, তারা জানেই না পরিস্থিতি কতটা খারাপ। আর সেকারণেই তাদের মধ্যে কোনও নেতিবাচক ভাবনা আসে না।”
5
এই প্রদর্শনীর নাম ‘আর্ট ফর দ্য হার্ট’।