রণবীরের জন্মদিন, নিজের হাতে কেক বানালেন আলিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Sep 2018 09:45 AM (IST)
1
জন্মদিনের ছবি।
2
রণবীরের ছোটবেলার বন্ধু বিনয় গাঁধী।
3
ভ্যানিলা স্পঞ্জ কেকের ওপর আনারসের টুকরো দিয়ে এভাবেই গার্নিশ করেছেন আলিয়া।
4
এগুলো কী বলুন তো। আনারসের টুকরো।
5
প্রেমিকের জন্মদিন, আলিয়ার মুখে হাসি আর ধরে না।
6
7
রণবীরকে সানশাইন সম্বোধন করে আলিয়া বলেছেন, তাঁর জন্য নিজের হাতে কেক বানিয়েছেন তিনি।
8
এই সম্পর্কে দুই পরিবারেরও রীতিমত সম্মতি রয়েছে। ছেলের জন্মদিনে রণবীরের মা নীতু সিংহ যেমন ছিলেন, তেমনই দেখা গেল আলিয়ার মা সোনি রাজদানকে।
9
তাঁদের জুটির প্রথম ছবি ব্রহ্মাস্ত্র এখনও মুক্তি পায়নি। কিন্তু রণবীর কপূর-আলিয়া ভট্টের প্রেম জমে পুরোপুরি ক্ষীর। গত পরশু ৩৬-এ পা দিয়েছেন রণবীর, তাঁর জন্য দুর্দান্ত এক কেক বানিয়ে ফেলেছেন আলিয়া।