দেখুন, এবার বিমান চালাবেন গুল পানাগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Nov 2016 06:07 PM (IST)
1
এই অভিনেত্রী বরাবরই সাহসী। তিনি নিজের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন বাইক চালিয়ে
2
স্বপ্নের বিমানের পাশে গুল পানাং
3
বিমান চালানো স্বপ্ন ছিল এই অভিনেত্রীর। এবার সেই স্বপ্নপূরণ করতে চলেছেন তিনি
4
স্বাধীন ও স্বনির্ভর জীবন কাটানো গুল পানাং সমাজের সব ক্ষেত্রের মহিলাদের কাছেই আদর্শ
5
পাইলট হওয়ার পর ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন গুল পানাং
6
যাদের সঙ্গে বিমান চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন, তাঁদের সবার সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন গুল পানাং
7
মডেল, অভিনেত্রী গুল পানাংয়ের মুকুটে নয়া পালক। তিনি এবার সরকারিভাবে বিমানচালক হয়ে গেলেন। ফলে বিমান নিয়ে আকাশে উড়তে আর বাধা থাকল না