উত্তর কোরিয়ার কয়েকটি 'একুশে আইন', জানলে হতবাক হয়ে যেতে হয়..
উত্তর কোরিয়ার শিশুপড়ুয়াদের স্কুলে টেবিল ও ডেস্কের জন্য ফি দিতে হয়। দেশের অর্ধেক মানুষই চরম দারিদ্রের শিকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৮ জুলাই ও ১৭ ডিসেম্বর কোনও শিশু জন্মগ্রহণ করলে সে কখনও জন্মদিন পালন করতে পারবে না। কারণ, দেশের প্রাক্তন দুই স্বৈরশাসক উল সুং এবং কিম জং উলের মৃত্যু দিবস এই দুটি দিন।
উত্তর কোরিয়া আমেরিকাকে তাদের সবচেয়ে শত্রুদেশ মনে করে। আমেরিকার প্রতি তাদের অপছন্দ কতটা তা একটা আইন থেকেই স্পষ্ট হয়ে ওঠে। উত্তর কোরিয়ায় নিষিদ্ধ জিন্স পরা। কারণ, উত্তর কোরিয়া জিন্সকে মার্কিন সংস্কৃতি ও ঐতিহ্য হিসেবেই মনে করে।
উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের মতো চুলের স্টাইল অন্য কেউ রাখতে পারে না। এমনচা করার অবশ্য কেউ হিম্মতও করে না। কারণ, কিম জং উনের মতো হেয়ার স্টাইল কেউ করলে তাকে কঠোর সাজা ভোগ করতে হয়।
সারা বিশ্বের মধ্যে আশ্চর্য দেশ উত্তর কোরিয়া। লৌহ যবনিকার অন্তরালে সেখানে কী চলছে তা বাইরের দুনিয়ার জানার কোনও উপায় নেই। এরই মধ্যে সেখানকার যেসব খবর আসে, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন দারুন খামখেয়ালি ও নিষ্ঠুর। এই দেশে প্রচলিত রয়েছে বিভিন্ন ধরনের একুশে আইন। সেগুলি জানতে অবাক হয়ে যেতে হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -