ঠাঁই হল না সচিনের, সর্বকালের সেরা দলে সহবাগ
১০ নম্বরে ‘স্যুইংয়ের সুলতান’ ওয়াসিম আক্রম। ছবি সৌজন্যে এএফপি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহেলের দলে আট নম্বরে স্পিনের জাদুকর শেন ওয়ার্ন। ছবি সৌজন্যে এপি
এবার অ্যালেক্স হেলসও তাঁর পছন্দের সর্বকালের সেরা দল বেছে নিয়েছেন। সেই দলে একমাত্র ভারতীয় বীরেন্দ্র সহবাগ। তিনি দলের ওপেনার। এই দলে নেই সচিন। ছবি সৌজন্যে এপি
পাঁচ নম্বরে উইকেট কিপার-ব্যাটসম্যান কুমার সঙ্গাকারা। হেলসের মতে, সঙ্গা শ্রীলঙ্কার সবচেয়ে কমপ্লিট ব্যাটসম্যান। ছবি সৌজন্যে এএফপি
তিন নম্বরে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। ছবি সৌজন্যে এএফপি
৯ নম্বরে অপর এক অসাধারণ স্পিনার মুথাইয়া মুরলীধরণ। ছবি সৌজন্যে এপি
৬ নম্বরে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক কালিস। ছবি সৌজন্যে এএফপি
১১ নম্বরে গ্লেন ম্যাকগ্র্যাথ। তাঁর মতো লাইন, লেংথ এবং বলের উপর নিয়ন্ত্রণ খুব কম পেসারেরই ছিল বা আছে। ছবি সৌজন্যে এএফপি
সাত নম্বরে অপর এক বিশ্বসেরা অলরাউন্ডার গ্যারি সোবার্স। এই ক্যারিবিয়ানই বিশ্বের প্রথম সত্যিকারের অলরাউন্ডার। ছবি সৌজন্যে এএফপি
দলের অন্য ওপেনার অ্যালেস্টেয়ার কুক। যিনি সম্প্রতি টেস্টে সবচেয়ে কম বয়সে ১০ হাজার রান করে সচিনের রেকর্ড ভেঙে দিয়েছেন। ছবি সৌজন্যে এপি
চার নম্বরে প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ব্রায়ান লারা। ছবি সৌজন্যে এএফপি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -