অমরনাথ যাত্রীদের ওপর হামলায় ক্ষুব্ধ, ক্রুদ্ধ তারকারা
সুরেশ রায়না বলেছেন, জম্মু কাশ্মীরের পক্ষে দুঃখের দিন। গোটা রাজ্যের এই ঘটনার প্রতিবাদ করা উচিত।
হরভজন সিংহ বলেছেন, কাপুরুষোচিত এই হামলা এখনই থামাতে হবে।
ভিভিএস লক্ষ্মণও মৃতদের আত্মার শান্তিকামনা করেছেন।
শোকপ্রকাশ করেছেন অনিল কুম্বলে।
নিরীহ তীর্থযাত্রীদের খুন করতে অন্য মাত্রার নির্লজ্জতা জরুরি। বলেছেন বীরেন্দ্র সহবাগ।
সচিন তেন্ডুলকরও শোকপ্রকাশ করেছেন হতাহত অমরনাথ যাত্রীদের জন্য।
অনুপম খের বলেছেন, ধৈর্য আর কূটনীতি দিয়ে আর কিছু হওয়ার নয়। নির্দোষ মানুষের হত্যার বিরুদ্ধে সম্পূর্ণ শক্তি ব্যবহারের সময় এসেছে।
কর্ণ জোহরও বলেছেন, তীর্থযাত্রীদের ওপর হামলার ঘটনায় তিনি দুঃখিত।
শাহরুখ খান লিখেছেন, নির্দোষ লোকের প্রাণহানি দুঃখজনক। আক্রান্তদের জন্য তাঁর প্রার্থনা।
অমরনাথ যাত্রীদের ওপর জঙ্গি হামলার প্রেক্ষিতে টুইটারে এই ছবিটি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। বলেছেন, তিনি ভাষাহীন।