খোলামেলা ছবি পোস্ট করে ট্রোলড আমিশা, ছবি সরালেন না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Feb 2018 02:20 PM (IST)
1
2
3
শিগগিরই তাঁকে দেখা যাবে সানি দেওল ও প্রীতি জিন্টার সঙ্গে ভাইয়াজি সুপারহিট ছবিতে।
4
কহো না পেয়ার হ্যায় দিয়ে তাঁর কেরিয়ারের শুরু। দিয়েছেন গদরের মত হিট ছবি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমিশার কেরিয়ার ফিকে হয়ে গিয়েছে।
5
6
বলিউডে দীর্ঘদিন দেখা যায়নি আমিশাকে। তবে তিনি লাইমলাইটে রয়েছেন।
7
কিন্তু আমিশা ছবিগুলি সরাননি তাঁর অ্যাকাউন্ট থেকে।
8
অনেকে বলেন, এ সব পাবলিসিটি স্টান্ট। নিজের দিকে নজর ঘোরানোর জন্য এ ধরনের ছবি পোস্ট করছেন তিনি।
9
সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট করে ট্রোলড আমিশা প্যাটেল।