তরজার মধ্যেই রাজ্যে নিজেদের কাজ চালাল সেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Dec 2016 09:18 PM (IST)
1
সেনা মোতায়েন নিয়ে দড়িটানাটানি চরমে।
2
জলপাইগুড়ির বানারহাট, গয়েরকাটা ও তেলিপাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কে মোতায়েন সেনা। চলছে গাড়ি সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ।
3
শিলিগুড়ির দাগাপুরে ৫৫ নম্বর জাতীয় সড়কে গাড়ির সংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন সেনাকর্মীরা।
4
ডুয়ার্সে একাধিক জায়গাতেও দিনভর একই কাজ করতে দেখা গিয়েছে সেনাকে।
5
তারমধ্যেও অবিচল সেনা জওয়ানরা শুক্রবারও রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ চালিয়ে গেলেন।
6
রাজ্যের বিভিন্ন জেলায় সেনাকর্মীরা টোল প্লাজায় গাড়ির সংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ করছেন।