১০২ নট আউট ছবিতে দেখুন দুই বাবা-ছেলে অমিতাভ ও ঋষিকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Apr 2018 07:50 AM (IST)
1
2
ছবির পরিচালনায় উমেশ শুক্ল।
3
২৭ বছর পর এক সঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা।
4
১০২ নট আউট ছবিতে অমিতাভের ছেলের চরিত্রে দেখা যাবে ঋষি কপূরকে।
5
আবার শ্যুটিংয়ের পর মেকআপ তুলতে ঘণ্টার পর ঘম্টা পরিশ্রম করতেন মেকআপ আর্টিস্ট।
6
বিগ বি জানিয়েছেন, শ্যুটিং শুরুর আগে রোজ অন্তত ২ ঘণ্টা যেত মেকআপের পিছনে।
7
তাঁকে ১০২ বছর বয়স্ক দেখাতে নেওয়া হয়েছে প্রস্থেটিক মেকআপের সাহায্য।
8
শিগগিরই মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চনের ছবি ১০২ নট আউট। ৪ মে গোটা দেশে মুক্তি পাবে ছবিটি। এতে অমিতাভকে দেখা যাবে ১০২ বছরের এক বৃদ্ধের ভূমিকায়।