৭৫ বছরের জন্মদিন পালন করে সপরিবারে মালদ্বীপ থেকে ফিরলেন অমিতাভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Oct 2017 10:45 AM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি
2
3
4
5
মায়ের কোলে আরাধ্যা।
6
7
8
9
আসছেন অভিষেক ও ঐশ্বর্যা।
10
11
12
13
জানা গিয়েছে, অভিষেক, ঐশ্বর্যা ও শ্বেতা বিগ বির জন্মদিন উপলক্ষ্যে একটি বিশেষ মিডনাইট ব্যাশ আয়োজন করেন। নিজেদের প্রাইভেট বিচে বাজি পুড়িয়ে ও বিশাল কেক কেটে চলে উৎসব। ছিব জেট স্কিইং ও সেইলিংয়ের মত ওয়াটার স্পোর্টের ব্যবস্থা। হয় ইয়ট পার্টিও।
14
15
16
অমিতাভর মেয়ে শ্বেতা ও নাতনি নভ্যা।
17
18
জয়া বচ্চন।
19
20
বিগ বির হাতে লাল বেনারসী। সম্ভবত জন্মদিনের পুজোয় লেগেছিল শাড়িটি।
21
22
23
24
পুত্র অভিষেক, পুত্রবধূ ঐশ্বর্যা, মেয়ে শ্বেতা, স্ত্রী জয়া, নাতনি নভ্যা ও আরাধ্যাকে নিয়ে ১০ তারিখ মালদ্বীপ যান তিনি।
25
১১ তারিখ সপরিবারে মালদ্বীপে জন্মদিন পালন করলেন অমিতাভ বচ্চন।