লকডাউন! স্নাতক হয়েছেন, বাড়ির বাগানেই সেলিব্রেট করলেন অমিতাভের নাতনি নব্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 May 2020 05:45 PM (IST)
1
অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দা স্নাতক হলেন। নিউইয়র্কের একটি কলেজে পড়াশোনা করতেন তিনি
2
নিজের বাড়ির বাগানেই স্নাতক হওয়ার আনন্দ উদযাপন করেন নব্যা।
3
সব ছবি, অমিতাভ বচ্চনের ব্লগ, নব্যা ও শ্বেতার ইনস্টাগ্রাম
4
লকডাউনে উপায় নেই কোথাও যাওয়ার। তাই বাড়িতেই সেলাই করে তাঁকে বানিয়ে দেওয়া হয়েছে কালো গাউন ও টুপি।
5
নব্যার সখ ছিল, স্নাতক হয়ে পড়বেন
6
অমিতাভ লিখেছেন, তাঁর নাতনি নভ্যা নভেলি নন্দা নিউ ইয়র্ক কলেজে পড়ে। তবে গ্র্যাজুয়েশন শেষ করার পর সেখানে একটি স্নাতক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে লকডাউনের কারণে সেটা বাতিল হয়েছে। তাই নভ্যাও সেখানে যেতে পারছেন না।
7
অমিতাভ বচ্চন কন্যা শ্বেতা বচ্চন নন্দার কন্যা নব্যা।