১৫৫ কিমি গতিতে ধেয়ে আসছে সুপার সাইক্লোন, সব তছনছ করে দিতে পারে আমপান
প্রবল শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় আমপান দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশার পারাদ্বীপ থেকে ৭৯০ কিলোমিটার দূরে রয়েছে আমপান। দিঘার থেকে দূরত্ব ৯৪০ কিলোমিটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুপার সাইক্লোনে পরিণত হওয়ার আশঙ্কা। বুধবার দুপুর বা সন্ধেতে ল্যান্ডফলের পূর্বাভাস।
শক্তিশালী ওই ঘূর্ণিঝড়ের দিঘা ও বাংলাদেশের হাতিয়ার ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এর জন্য মত্স্য জীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গল-বুধে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।
প্রভাব পড়তে পারে কলকাতা, দুই ২৪ পরগনায়, পূঃ মেদিনীপুর, হাওড়া, হুগলিতেও পড়তে পারে প্রভাব। কাঁচা বাড়ি ও গাছপালা ভেঙে পড়ার আশঙ্কা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -