উমপুন তাণ্ডবে জল থৈ থৈ বিমানবন্দর, রাস্তায় ডুবল ট্যাক্সি, ধ্বংস হল ৫ হাজার গাছ
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অন্তত ৫ হাজার গাছে শিকড় থেকে উপড়ে গিয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮০ জনের।
প্রবল বৃষ্টিতে শহর কলকাতায় ডুবেছে একাধিক গাড়ি, হলুদ ট্যাক্সি।
দমদম সংলগ্ন এলাকায় বেগ আরও বাড়ে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ছিল ১৩৩ কিলোমিটার প্রতিঘণ্টা। ডুবেছে বিমানবন্দর। জল থৈ থৈ গোটা রানওয়ে।
উমপুনের জেরে কলকাতায় হাওয়ার গতিবেগ ছিল সর্বোচ্চ ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।
বুধবার ঘূর্ণিঝড় উমপুনের ল্যান্ডফল হয় সাগরদ্বীপের কাছে। সেখান থেকে দুই ২৪ পরগনা হয়ে কলকাতা, নদিয়া হয়ে তা বাংলাদেশে চলে যায়। রাজ্যে প্রায় ৮ ঘণ্টা এর প্রভাব ছিল।
প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ। শহর থেকে গ্রাম, প্রায় ৬ কোটি মানুষ এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতি হয়েছে অন্তত লক্ষ-কোটি টাকার।
মৃত প্রতিবার পিছু ২ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যের জন্য আজ এক হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজের কথাও ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি।