দেখুন, স্বর্ণমন্দিরের লঙ্গরখানায় খাবার পরিবেশন করলেন প্রধানমন্ত্রী
এই সম্মেলন শুরু হওয়ার আগে শনিবার বিখ্যাত স্বর্ণমন্দিরে গেলেন মোদী ও গনি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার সন্ধ্যায় অমৃতসর পৌঁছন গনি। তিনি হার্ট অফ এশিয়া সম্মেলনে শান্তি ও স্থিতাবস্থার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানাবেন বলেই মনে করছে পর্যবেক্ষক মহল
মোদী ও গনি প্রায় আধঘণ্টা স্বর্ণমন্দিরে কাটান। ঠান্ডা উপেক্ষা করেই তাঁরা ঘুরে বেড়ান, লোকজনের সঙ্গে কথা বলেন
ফুল ও আলোর মালায় সাজানো হয়েছিল স্বর্ণমন্দির। মোদী ও গনিকে মন্দিরের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখানো হয়
হার্ট অফ এশিয়া সম্মেলনে যোগ দিতে পঞ্জাবের অমৃতসরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি সহ বিভিন্ন দেশের নেতারা
হার্ট অফ এশিয়া সম্মেলনের ফাঁকে মোদী ও গনির বৈঠকে দু দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে
হার্ট অফ এশিয়া সম্মেলনে যোগ দিতে আসা রাষ্ট্রনেতাদের সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করেছে পঞ্জাব সরকার। অমৃতসরের উপকণ্ঠে একটি ঐতিহ্যমণ্ডিত গ্রামে এই নৈশভোজের মাধ্যমে পঞ্জাবের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে
স্বর্ণমন্দির কর্তৃপক্ষ দুই রাষ্ট্রনেতাকে শিরোপা, শাল, বই এবং ২৪ ক্যারট সোনা দিয়ে তৈরি স্বর্ণমন্দিরের রেপ্লিকা উপহার দেন
নতুন করে সেজে ওঠা হেরিটেজ করিডর দিয়ে হেঁটে হরমন্দির সাহিবে পৌঁছন দুই রাষ্ট্রনেতা
রাজনৈতিক মহলের বক্তব্য, পঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শিখ সম্প্রদায়ের মানুষকে কাছে টানার লক্ষ্যেই স্বর্ণমন্দিরে এলেন মোদী
গনিকে পাশে নিয়ে স্বর্ণমন্দিরের লঙ্গরখানায় খাবার পরিবেশন করেন মোদী
- - - - - - - - - Advertisement - - - - - - - - -